বৃহস্পতিবার, ১৭ অক্টোবর ২০২৪, ০৩:২৬ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
একাধিক মামলার আসামি খুলনার সংসদ সদস্য কুয়াকাটায় গ্রেফতার  মহিষ বাধাকে কেন্দ্র করে মেহেন্দিগঞ্জে একজনকে পিটিয়ে জখম। মঠবাড়িয়ায় মন্দিরের মাটি কাটা কে কেন্দ্র করে বাপ ছেলেকে পিটিয়ে জখম। মেহেন্দিগঞ্জে শাশুড়ি কর্তৃক মেয়ে জামাইয়ের উপর হামলা। বাউফলে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত স্কুল ছাত্রীকে ধর্ষণের অভিযোগে মৎস্যজীবি দলের সভাপতিকে দল থেকে অব্যাহতি বানারীপাড়ায় আওয়ামী লীগের সহযোগী সংগঠনের ৪ নেতা-কর্মীর জামিন মঞ্জুর কাঠালিয়ায় যড়যন্ত্রমূলক হত্যা মালায় দুই ব্যক্তিকে আসামী করে হয়রানির প্রতিবাদে বিক্ষোভ ও মানববন্ধন নগরীতে চুরির প্রতিবাদ করায় দুই যুবককে পিটিয়ে জখম  পাথরঘাটা দেবর কর্তৃক বড় ভাবিকে পিটিয়ে জখমের অভিযোগ।
বরিশাল সিটিতে বেড়েছে ভোটারের সংখ্যা

বরিশাল সিটিতে বেড়েছে ভোটারের সংখ্যা

অনলাইন ডেক্সঃ বরিশাল সিটি কর্পোরেশন এলাকায় গত নির্বাচনের সময় ভোটার সংখ্যার তুলনায় এবার ৩২ হাজার ৮২৯ জন ভোটার বেড়েছে।

বরিশাল আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মো. আলাউদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, গত সিটি নির্বাচনে এ এলাকায় ভোটার সংখ্যা ছিল ২ লাখ ৪২ হাজার ১৬৬ জন। এবার ২ লাখ ৭৪ হাজার ৯৯৫ জন।

বরিশাল নগরের মধ্যে সব থেকে বেশি ভোটার রয়েছে ৫ নম্বর ওয়ার্ডে ১৪ হাজার ৯১৭ জন। আর সবচেয়ে কম ভোটার ১৮ নম্বর ওয়ার্ডে ৫ হাজার ১৯২ জন।

হিসাব অনুযায়ী ১, ২ ও ৩ নম্বর ওয়ার্ডে তিনটি ওয়ার্ডে গত নির্বাচনে ভোটার ছিল ২৮ হাজার ৯৫১ জন। এবার সেই সংখ্যা ৪ হাজার ৫৬২ জন বেড়ে ৩৩ হাজার ৫১৩ জনে দাঁড়িয়েছে। ৪, ৫ ও ৬ নম্বর ওয়ার্ডে ভোটার ছিল ৩১ হাজার ৪১৮ জন। এবার সেই সংখ্যা ৩৬ হাজার ৫৪২ জন। ৭, ৮ ও ৯ নম্বর ওয়ার্ডে ১৯ হাজার ৯৬২ জন থেকে ভোটার বেড়ে হয়েছে ২১ হাজার ৬৯২ জন। ১০, ১১ ও ১২ নম্বর ওয়ার্ডে ২০ হাজার ২৩৫ জন থেকে এবার বেড়ে হয়েছে ২১ হাজার ৮৬৮ জন। ১৩, ১৪ ও ১৫ নম্বর ওয়ার্ডে ভোটার সংখ্যা ১৯ হাজার ৬৪৬ থেকে বেড়ে দাঁড়িয়েছে ২১ হাজার ৬৭২ জনে। ১৬, ১৭ ও ১৮ নম্বর ওয়ার্ডে ১৪ হাজার ৭২৬ জন ভোটার ছিল গত নির্বাচনে। এবার হয়েছে ১৬ হাজার ৫২ জন। ১৯, ২০ ও ২১ নম্বর ওয়ার্ডে ভোটার সংখ্যা ছিল ২২ হাজার ৪৭৩ জন। এবারে তা দাঁড়িয়েছে ২৪ হাজার ৬৫৬ জন। ২২, ২৩ ও ২৭ নম্বর ওয়ার্ডে ভোটার ছিল ২৬ হাজার ৯০০ জন। এবারে সেই সংখ্যা ৩১ হাজার ২ জন। ২৪, ২৫ ও ২৬ নম্বর ওয়ার্ডে ৩২ হাজার ৪৬৭ জন ভোটার ছিল। কিন্তু এবারের সিটি নির্বাচনে ভোট দেবেন ৩৮ হাজার ১১০ জন ভোটার। ২৮, ২৯ ও ৩০ নম্বর ওয়ার্ডে ভোটার সংখ্যা গত নির্বাচনে ছিল ২৫ হাজার ৩৮৮ জন। এবার ২৯ হাজার ৮৮৮ জন।

বরিশাল সিটি নির্বাচনে এবার নারী ভোটার ১ লাখ ৩৮ হাজার ৭১ জন ও পুরুষ ভোটার ১ লাখ ৩৬ হাজার ৯২৪ জন বলে জানান আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা।

সূত্রঃ বাংলানিউজটোয়েন্টিফোর.কম

Please Share This Post in Your Social Media




পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০৩১  
DEVELOP BY SJ WEB HOST BD
Design By Rana