বৃহস্পতিবার, ১৭ অক্টোবর ২০২৪, ০৩:১৯ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
একাধিক মামলার আসামি খুলনার সংসদ সদস্য কুয়াকাটায় গ্রেফতার  মহিষ বাধাকে কেন্দ্র করে মেহেন্দিগঞ্জে একজনকে পিটিয়ে জখম। মঠবাড়িয়ায় মন্দিরের মাটি কাটা কে কেন্দ্র করে বাপ ছেলেকে পিটিয়ে জখম। মেহেন্দিগঞ্জে শাশুড়ি কর্তৃক মেয়ে জামাইয়ের উপর হামলা। বাউফলে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত স্কুল ছাত্রীকে ধর্ষণের অভিযোগে মৎস্যজীবি দলের সভাপতিকে দল থেকে অব্যাহতি বানারীপাড়ায় আওয়ামী লীগের সহযোগী সংগঠনের ৪ নেতা-কর্মীর জামিন মঞ্জুর কাঠালিয়ায় যড়যন্ত্রমূলক হত্যা মালায় দুই ব্যক্তিকে আসামী করে হয়রানির প্রতিবাদে বিক্ষোভ ও মানববন্ধন নগরীতে চুরির প্রতিবাদ করায় দুই যুবককে পিটিয়ে জখম  পাথরঘাটা দেবর কর্তৃক বড় ভাবিকে পিটিয়ে জখমের অভিযোগ।
প্রধানমন্ত্রীর ভার্চুয়ালী জমিসহ ঘর হস্তান্তর উদ্বোধনী অনুষ্ঠানকে স্বাগত জানিয়ে বানারীপাড়ায় আনন্দ র‌্যালী

প্রধানমন্ত্রীর ভার্চুয়ালী জমিসহ ঘর হস্তান্তর উদ্বোধনী অনুষ্ঠানকে স্বাগত জানিয়ে বানারীপাড়ায় আনন্দ র‌্যালী

রাহাদ সুমন,বিশেষ প্রতিনিধি॥ ২২ মার্চ বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা বরিশাল বিভাগের ২০ উপজেলাকে শতভাগ ভূমিহীন ও গৃহহীন মুুক্ত উপজেলা হিসেবে ঘোষণা করবেন। তিঁনি ওই দিন ভার্চুয়ালি বানারীপাড়ার ১৪২টি সহ বরিশাল বিভাগের ২০ উপজেলায় জমিসহ ৪ হাজার ১৬৭ টি ঘর হস্তান্তরের আনুষ্ঠানিক উদ্বোধন ও উপকারভোগীদের সঙ্গে মতবিনিময় করবেন। প্রধানমন্ত্রীর এ উদ্বোধনী অনুষ্ঠানকে স্বাগত জানিয়ে বানারীপাড়ায় আনন্দ র‌্যালী অনুষ্ঠিত হয়েছে।

২০ মার্চ সোমবার বিকাল সাড়ে ৪টায় বানারীপাড়া পৌর শহরের ডাকবাংলো মোড়ের বঙ্গবন্ধুর ম্যুরালের সামনে থেকে আনন্দ র‌্যালীটি শুরু হয়ে পৌর সভার ১ নম্বর ওয়ার্ডে নতুন নির্মিত আশ্রয়ণ প্রকল্পে গিয়ে শেষ হয়। সেখানে স্থানীয় সংসদ সদস্য মো. শাহে আলম সংক্ষিপ্ত বক্তব্য রাখেন ।

এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বানারীপাড়া উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব গোলাম ফারুক উপজেলার নির্বাহী অফিসার ফাতিমা আজরিন তন্বী,পৌরসভার মেয়র অ্যাডভোকেট সুভাষ চন্দ্র শীল, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মাওলাদ হোসেন সানা,উপজেলা ভাইস চেয়ারম্যান নুরুল হুদা,উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা প্রকৌশলী মহসিন-উল-হাসান,উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও চাখারের ইউপি চেয়ারম্যান সৈয়দ মজিবুল ইসলাম টুুকু, সহ-সভাপতি ও সলিয়াবাকপুরের ইউপি চেয়াারম্যান মাষ্টার সিদ্দিকুর রহমান,সহ-সভাপতি ও সাবেক ইউপি চেয়ারম্যান জিয়াউল হক মিন্টু,যুগ্ম সম্পাদক সুব্রত লাল কুন্ডু ও অধ্যাপক জাাকির হোসেন,সাংগঠনিক সম্পাদক জাকির হোসেন সরদার,দপ্তর সম্পাদক অধ্যাপক এমাম হোসেন,আওয়ামী লীগ নেতা ডা. খোরশেদ আলম সেলিম,শামসুল আলম মল্লিকও মাহাতাব উদ্দিন ফকির,পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শেখ শহিদুল ইসলাম, বানারীপাড়া প্রেসক্লাব সভাপতি রাহাদ সুমন,সাধারণ সমম্পাদক সুজন মোল্লা,যুবলীগ নেতা মুন্তাকিম লস্কর কায়েস,মহসিন রেজা,সুমম রায় সুমন,তপু খান,জেলা শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক জাহিদ হোসেন,উপজেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক সুমন দেবনাথ প্রমুখ উপস্থিত ছিলেন।

র‌্যালীতে উপজেলা পরিষদ ও প্রশাসন এবং পৌরসভার কর্মকর্তা-কর্মচারি,আওয়ামী লীগ ও এর অঙ্গ সহযোগী সংগঠনের নেতা-কর্মী,বিভিন্ন পর্যায়ের জনপ্রতিনিধি.শিক্ষক,শিক্ষার্থী ও উপকারভোগীসহ নানা শ্রেণী পেশার কয়েক হাজার মানুষ অংশ গ্রহণ করে প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা ও শুভেচ্ছা জানিয়ে নানা স্লোগানে স্লোগানে পৌর শহর মুখরিত করে তোলেন।

এ প্রসঙ্গে বানারীপাড়া উপজেলা নির্বাহী অফিসার ফাতিমা আজরিন তন্বী বলেন, ‘দেশের একজন মানুষও ভূমিহীন ও গৃহহীন থাকবেনা’- মুজিব জন্মশতবর্ষ উপলক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনার এমন ঘোষণা বাস্তবায়নে নিরলসভাবে কাজ করে যাচ্ছে বানারীপাড়া উপজেলা প্রশাসন। ইতোমধ্যে বানারীপাড়া উপজেলার ৮ ইউনিয়নে প্রধানমন্ত্রীর বিশেষ উপহার আশ্রয়ন-২ প্রকল্পের আওতায় ২০২০-২১ অর্থ বছরে মোট ৩৮০ টি পরিবারের জন্য ২ শতক করে জমির দলিলসহ সেমি পাকা ঘর হস্তান্তর করা হয়েছে। ২২ মার্চ মাননীয় প্রধানমন্ত্রী ভার্চুয়ালি উদ্বোধনের মাধ্যমে বানারীপাড়া পৌর শহরের ১ নম্বর ওয়ার্ডের ৮৭ টি সহ উপজেলায় তিনটি ইউনিয়নে ৪র্থ পর্যায়ে জমিসহ নতুন নির্মিত ১৪২টি সেমি পাকা ঘর হস্তান্তর ও উপকারভোগীদের সঙ্গে কথা বলবেন।

প্রধান মন্ত্রীর জমিসহ ঘর হস্তান্তরের এ ভার্চুয়ালি উদ্বোধনী অনুষ্ঠানটি পৌর শহরের ১ নম্বর ওয়ার্ডের নতুন আশ্রয়ণ প্রকল্পে অনুষ্ঠিত হবে বলেও তিনি জানান। এদিকে প্রধানমন্ত্রীর এ ভার্চুয়ালি উদ্বোধনী অনুষ্ঠানকে কেন্দ্র করে বানারীপাড়ায় উৎসবমূখর পরিবেশ বিরাজ করছে।###

Please Share This Post in Your Social Media




পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০৩১  
DEVELOP BY SJ WEB HOST BD
Design By Rana