বৃহস্পতিবার, ১৭ অক্টোবর ২০২৪, ০৩:২২ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
একাধিক মামলার আসামি খুলনার সংসদ সদস্য কুয়াকাটায় গ্রেফতার  মহিষ বাধাকে কেন্দ্র করে মেহেন্দিগঞ্জে একজনকে পিটিয়ে জখম। মঠবাড়িয়ায় মন্দিরের মাটি কাটা কে কেন্দ্র করে বাপ ছেলেকে পিটিয়ে জখম। মেহেন্দিগঞ্জে শাশুড়ি কর্তৃক মেয়ে জামাইয়ের উপর হামলা। বাউফলে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত স্কুল ছাত্রীকে ধর্ষণের অভিযোগে মৎস্যজীবি দলের সভাপতিকে দল থেকে অব্যাহতি বানারীপাড়ায় আওয়ামী লীগের সহযোগী সংগঠনের ৪ নেতা-কর্মীর জামিন মঞ্জুর কাঠালিয়ায় যড়যন্ত্রমূলক হত্যা মালায় দুই ব্যক্তিকে আসামী করে হয়রানির প্রতিবাদে বিক্ষোভ ও মানববন্ধন নগরীতে চুরির প্রতিবাদ করায় দুই যুবককে পিটিয়ে জখম  পাথরঘাটা দেবর কর্তৃক বড় ভাবিকে পিটিয়ে জখমের অভিযোগ।
বানারীপাড়ায় শান্তিপূর্ণ ও উৎসবমূখর পরিবেশে শারদীয় দুর্গোৎসব উদযাপন

বানারীপাড়ায় শান্তিপূর্ণ ও উৎসবমূখর পরিবেশে শারদীয় দুর্গোৎসব উদযাপন

রাহাদ সুমন,বিশেষ প্রতিনিধিঃ বরিশালের বানারীপাড়ায় শান্তিপূর্ণ ও উৎসবমূখর পরিবেশে সনাতন ধর্মালম্বীদের প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গোৎসব উদযাপিত হয়েছে। বুধবার বিজয়া দশমীতে অশ্রুজলে প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে উপজেলার ৫৭টি দুর্গা মন্দিরে উৎসবের সমাপ্তি টানা হয়। এর আগে ওই দিন বিকেল থেকে গভীর রাত পর্যন্ত মন্দিরে মন্দিরে নারী পুজারীদের সিঁধুর খেলায় মেতে ওঠাসহ নানা সাংস্কৃতিক অনুষ্ঠান ভক্ত ও দর্শনার্থীদের হৃদয় ছুঁয়ে যায়।

সন্ধ্যা থেকে গভীর রাত পর্যন্ত স্থানীয় সংসদ সদস্য ও বাংলাদেশ ছাত্রলীগের সাবেক সভাপতি মো. শাহে আলম বানারীপাড়া কেন্দ্রীয় হরিসভা ও বিট্রিশ বিরোধী আন্দোলনের পুরোধা ১৭ বার কারাবরণকারী স্বর্গীয় কুমুদ বিহারী গুহঠাকুরতা প্রতিষ্ঠিত বানারীপাড়া কেন্দ্রীয় সার্বজনিন দুর্গা মন্দির পরিদর্শণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান উপভোগ করেন। মন্দির কমিটির নেতৃবৃন্দ এসময় তাকে ফুলেল শুভেচ্ছায় সিক্ত করেন।

এসময় তিনি বলেন, অসাম্প্রদায়িক চেতনায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্নের সোনারবাংলাকে তার সুযোগ্য কন্যা দেশরতœ প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিশ^ সভায় অনন্য উচ্চতায় পৌঁছে দিয়েছেন। আগামী জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে বিএনপি ও তাদের দোসর ধর্মান্ধ এবং মৌলবাদী সাম্প্রদায়িক শক্তির সকল চক্রান্ত ও ষড়যন্ত্র মোকাবেলা করে শেখ হাসিনার নেতৃত্ব অব্যাহত রাখতে জাতি ধর্ম নির্বিশেষ সকলকে ঐক্যবদ্ধ হতে হবে।

এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এটিএম মোস্তফা সরদার ও আক্তার হোসেন মোল্লা,পৌর আওয়ামী লীগের সভাপতি সুব্রত লাল কুন্ডু,উপজেলা ভাইস চেয়ারম্যান নুরুল হুদা,উপজেলা আওয়ামী লীগের ক্রীড়া সম্পাদক জাহিদ হোসেন জুয়েল,সদস্য ও উপজেলা যুবলীগের সাবেক আহবায়ক অধ্যাপক জাকির হোসেন,বানারীপাড়া প্রেসক্লাব সভাপতি রাহাদ সুৃমন,সাধারণ সম্পাদক সুজন মোল্লা,উপজেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম আহব্য়াক সুমম রায় সুমন,সাংগঠনিক সম্পাদক সুমন দেবনাথ,উপজেলা বঙ্গবন্ধু সাংকৃ‹তিক জোটের সাধারণ সম্পাদক জোবায়ের আহম্মেদ রুথেন, সাবেক ছাত্রলীগ নেতা রাসেল বখ্শ প্রমুখ।

 

এদিকে শারদীয় দুর্গোৎসব শুরুর দিন থেকে বিজয়া দশমীর দিন পর্যন্ত স্থানীয় সংসদ সদস্য মো. শাহে আলম,সাবেক সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট তালুকদার মো. ইউনুস,কেন্দ্রীয় আওয়ামী লীগের সদস্য আনিসুর রহমান ও শেরেবাংলার দৌহিত্র ফাইয়াজুল হক রাজুসহ কেন্দ্রীয়,জেলা ও উপজেলা আওয়ামী লীগের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ উপজেলার প্রায় সবগুলো দুর্গা মন্দির পরিদর্শণ করে ভক্ত ও পুজারীদের সঙ্গে শারদীয় শুভেচ্ছা এবং মতবিনিময় করেন।

এছাড়াও জেলার অতিরিক্ত পুলিশ সুপার মো. শাহজাহান হোসেন,সহকারী পুলিশ সুপার (উজিরপুর সার্কেল) আবু জাফর মো. রহমতউল্লাহ ও বানারীপাড়া থানার ওসি এসএম মাসুদ আলম চৌধুরী উপজেলার বিভিন্ন দুর্গা মন্দির পরিদর্শণ করেন। মন্দিরে মন্দিরে শীর্ষ নেতৃবৃন্দ ও প্রশাসনের কর্মকর্তাদের উপস্থিতি দুর্গোৎসবকে আরও প্রাণবন্ত করে তোলে।

প্রসঙ্গত,নিচ্ছিদ্র নিরাপত্তার অংশ হিসেবে উপজেলার সবগুলো দুর্গা মন্দিরে সিসিটিভি ক্যামেরা স্থাপন করা হয়েছিল। এদিকে শান্তিপূর্ণ ও উৎসবমূখর নির্বিঘœ পরিবেশে দুর্গোৎসব উদযাপনে প্রশাসনের পক্ষ থেকে সর্বাত্মক ব্যবস্থা গ্রহণ করায় উপজেলা পুজা উদযাপন পরিষদের সভাপতি দেবাশীষ দাস ও সাধারণ সম্পাদক গৌতম সমদ্দার স্থানীয় সংসদ সদস্য এবং জেলা ও উপজেলা প্রশাসনের প্রতি অনিঃশেষ কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। ###

Please Share This Post in Your Social Media




পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০৩১  
DEVELOP BY SJ WEB HOST BD
Design By Rana