শুক্রবার, ১৮ অক্টোবর ২০২৪, ০১:৩১ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
বাল্যবিবাহ দেওয়ায় মেয়ের বাবাসহ ২ জনের কারাদণ্ড একাধিক মামলার আসামি খুলনার সংসদ সদস্য কুয়াকাটায় গ্রেফতার  মহিষ বাধাকে কেন্দ্র করে মেহেন্দিগঞ্জে একজনকে পিটিয়ে জখম। মঠবাড়িয়ায় মন্দিরের মাটি কাটা কে কেন্দ্র করে বাপ ছেলেকে পিটিয়ে জখম। মেহেন্দিগঞ্জে শাশুড়ি কর্তৃক মেয়ে জামাইয়ের উপর হামলা। বাউফলে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত স্কুল ছাত্রীকে ধর্ষণের অভিযোগে মৎস্যজীবি দলের সভাপতিকে দল থেকে অব্যাহতি বানারীপাড়ায় আওয়ামী লীগের সহযোগী সংগঠনের ৪ নেতা-কর্মীর জামিন মঞ্জুর কাঠালিয়ায় যড়যন্ত্রমূলক হত্যা মালায় দুই ব্যক্তিকে আসামী করে হয়রানির প্রতিবাদে বিক্ষোভ ও মানববন্ধন নগরীতে চুরির প্রতিবাদ করায় দুই যুবককে পিটিয়ে জখম 
কুয়াকাটার সৌন্দর্য বর্ধনে কাজ করছেন পৌর মেয়র আনোয়ার হাওলাদার

কুয়াকাটার সৌন্দর্য বর্ধনে কাজ করছেন পৌর মেয়র আনোয়ার হাওলাদার

জাকারিয়া জাহিদ,কুয়াকাটা প্রতিনিধিঃ- সূর্যোদয় সূর্যাস্তের বেলাভূমি  সাগর কন্যা  কুয়াকাটায় নির্বাচনী প্রতিশ্রুতি রাখতে কাজ  শুরু করেছেন পৌরসভার  র্নিবাচিত মেয়র আনোয়ার হওলাদার।
সকাল থেকে শুরু করে রাত পর্যন্ত মাঠ, ঘাট,ড্রেনেজ,ডোবা নালা পরিস্কার, পরিছন্ন কর্মীর খোজ নেয়া, চলোমান কাজ পরিদর্শন,বিপদে পরা মানুষের খোজ খবর নেয়াসহ বিভিন্ন উন্নায়ন পরিকল্পনা ও দলীয় কাজ নিয়ে ব্যস্ত রাখছেন নিজেকে।
যা দেখে এলাকা বাসীসহ আগত পর্যটকদের মুখে মুখে চলছে তার আলোচনা।
পৌর মেয়ের  নির্বাচিত হওয়ার পর শপথের আগেই কুয়াকাটা সৈকতে পরে থাকা ১২ বছর আগের এলজিইউডির ভবনের বড় বড় কংক্রিট, যাতে প্রায়ই পর্যটকরা গোসলের সময় আহত হইত।
সেই কংক্রেট নিজ অর্থায়ানে তুলে নেন যাতে এলাকাবাসী ও পর্য়টকদের মাঝে তাক লাগিয়েছেন। তার পর ১৭ই মার্চ বঙ্গবন্ধুর জন্মশত বার্ষীকিতে ১০দিন ব্যপী সৈকতে পর্যটকদের বিনোদনে জন্য দেশর বিভিন্ন শিল্পী ও কুয়াকাটা শিল্পীগোষ্ঠী শিল্পীদের ধারা  কনর্সাট করে ব্যাপক সাড়া ফেলেছেন সকলের মাঝে।
 কুয়াকাটার বেড়ীবাধের বাহিরে ভুইয়া বাড়ীর বিটিশ আমলের পড়ে থাকা বিশাল ডোবাকে পরিছন্ন করে সৌন্দয্য বর্ধনে লেক করার মহাপরিকল্পনা হাতে নিয়েছেন  যাতে দেশী-বিদেশী পর্যটকরা ব্যাপক বিনোদন পাবে বলে সকলে ধরনা করছেন।
তাতে প্রায় সাড়ে তিন কোটি টাকা ব্যায় হবে বলে ধারণা করছেন পৌর কর্তৃপক্ষ । র্দীঘ দিন পরে থাকা ঐ ডোবায় পরিস্কার করে মেয়র যখন প্রাথমিক ভাবে সফল হয়েছেন সে বাকি কাজটা পরিকল্পীত ভাবে সফল হবে বলে সমাকর্মীরা ধারণা করছেন।
কথা হয়  ফয়েজ মিয়া র্ফাম এন্ড ফার্মস লিঃ- নারিকেল বাগানের সাবেক কেয়ার টেকার কুদুস মিয়া (৫৫) তিনি জানান, আমাগো মেয়র আনোয়ার এই যে কত বড় একটি কাজ করছেন যা আমি ১২ বছর চাকরি করছি কিন্ত পারিনি, মনে হয় বাকি কাজও সে সফলতার মাধ্যমে শেষ করতে পারবে। সকলেই তার জন্য দোয়া করছেন।
 সমাজ কর্মী তরুন ক্লাবের সভাপতি ওয়াহিদ ইব্রাহিম জানান, মেয়র মহদয় শুরু থেকে যেসব কাজ করতেছে তার ধরাবাকি যদি অব্যহত থাকে তা হইলে আগামি ৫ বছর পরে আমরা গর্ব করে বলতে পারবো কুয়াকাটা একটি আধুনিক পর্যটন কেন্দ্র ।
 কুয়াকাটা প্রেসক্লাব ও ট্যুরিজম ম্যানেজমেন্ট এ্যাসোসিয়েশন (কুটুম‘র) সভাপতি নাসির উদ্দিন বিপ্লব জানান, মাত্র তিন মাস হলো মেয়র হলো তার মধ্যে যে দ্বায়ীত্ব নিয়ে কাজ শুরু করছে  এভাবে ধারাবাহিকতা বজায় থাকলে এবং সবাই এই কাজে সহযোগীতা করলে  কুয়াকাটা হবে একটি আধুনিক মডেল পৌরসভা ।
পৌর মেয়র আনোয়ার হাওলাদার জানান, ভোটের আগে জনগনকে কথা দিয়ে ছিলাম নির্বাচিত হতে পারলে আপনাদের নিয়ে কাজ করব । আমার কাউন্সিলরবৃন্দ আমাকে যথেষ্ট সহযোগিতা করছেন।
বাকি দিন গুলি আল্লাহ উপর ভারসা আপনারা ও জনগন সহয়তা করলে ইচ্ছে পোষন করছি আগামি পাচ বছর পরিকল্পীত ভাবে কাজ করে নতুন কিছু সৃষ্টি করতে চাই । আগত পর্যটক ও আমার পৌর জনগন যেন কাজের মাঝে আমাকে স্বরণ রাখে। ###

Please Share This Post in Your Social Media




পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০৩১  
DEVELOP BY SJ WEB HOST BD
Design By Rana