বৃহস্পতিবার, ১৭ অক্টোবর ২০২৪, ০২:৫৮ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
একাধিক মামলার আসামি খুলনার সংসদ সদস্য কুয়াকাটায় গ্রেফতার  মহিষ বাধাকে কেন্দ্র করে মেহেন্দিগঞ্জে একজনকে পিটিয়ে জখম। মঠবাড়িয়ায় মন্দিরের মাটি কাটা কে কেন্দ্র করে বাপ ছেলেকে পিটিয়ে জখম। মেহেন্দিগঞ্জে শাশুড়ি কর্তৃক মেয়ে জামাইয়ের উপর হামলা। বাউফলে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত স্কুল ছাত্রীকে ধর্ষণের অভিযোগে মৎস্যজীবি দলের সভাপতিকে দল থেকে অব্যাহতি বানারীপাড়ায় আওয়ামী লীগের সহযোগী সংগঠনের ৪ নেতা-কর্মীর জামিন মঞ্জুর কাঠালিয়ায় যড়যন্ত্রমূলক হত্যা মালায় দুই ব্যক্তিকে আসামী করে হয়রানির প্রতিবাদে বিক্ষোভ ও মানববন্ধন নগরীতে চুরির প্রতিবাদ করায় দুই যুবককে পিটিয়ে জখম  পাথরঘাটা দেবর কর্তৃক বড় ভাবিকে পিটিয়ে জখমের অভিযোগ।
ফখরকে আউট করতে এ কেমন চালাকি ডি ককের! (ভিডিও)

ফখরকে আউট করতে এ কেমন চালাকি ডি ককের! (ভিডিও)

স্পোর্টস ডেস্ক: পাকিস্তানের বাঁহাতি ওপেনার ফখর জামান একাই লড়লেন। অতিমানবীয় ইংনিংস খেললেন তিনি।

স্কোরবোর্ডে জমা করা ৩২৪ রানের মধ্যে ফখরের একারই সংগ্রহ ১৯৩ রান। ১৮ বাউন্ডারি আর ১০ ছক্কার মারে এই অনবদ্য ইনিংস সাজিয়েছেন ফখর জামান।

ওয়ানডেতে ডাবল সেঞ্চুরির দ্বারপ্রান্তেই ছিলেন। মাত্র ৭ রান করলেই ক্যারিয়ারের দ্বিতীয় ডাবল সেঞ্চুরির হাতছানি।

কিন্তু সেটি আর হতে দেননি দক্ষিণ আফ্রিকার উইকেটরক্ষক কুইন্টন ডি কক। তার চালাকির ফাঁদে পা দিয়ে রানআউট হন ফখর।

অনেকে বিষয়টিকে ডি ককের কূটবুদ্ধি বলছেন।

ইনিংসের শেষ ওভারের ঘটনা। জয় ততোক্ষণে প্রায় হাতছাড়া পাকিস্তানের। শেষ ওভারে করতে হতো ৩১ রান।

তবে ফখরের ডাবল সেঞ্চুরি ছিল দৃষ্টিসীমানায়। তিনি তখন ব্যাট করছিলেন ১৯২ রানে। ৩১ না পেলেও ৮ রান তো করা অসম্ভব ছিল না ফখরের কাছে।

লুঙ্গি এনগিদির করা শেষ ওভারের প্রথম বলটি লংঅনের দিকে খেলে দিয়ে সহজেই প্রথম রান নেন ফখর, দৌড় দেন দ্বিতীয় রানের জন্য।

তখন দুর্দান্ত সেই চালাকিটি করেন প্রোটিয়া উইকেটরক্ষক কুইন্টন ডি কক। লংঅফের ফিল্ডার এইডেন মারক্রামকে তিনি ইশারা করেন নন স্ট্রাইক প্রান্তে বল থ্রো করতে।

বিষয়টি দেখার পর ফখর পেছনে তাকিয়ে দৌড়াতে থাকেন। এতে তার গতি কমে যায়।

কিন্তু মারক্রাম থ্রোটি করেন স্ট্রাইকিং প্রান্তেই। মারক্রামের সরাসরি থ্রো এসে ভেঙে দেয় স্ট্রাইক প্রান্তের স্টাম্প।

ফলে ১৯৩ রানে রানআউট হতে হয় ফখরকে। দলের পরাজয়ের পাশাপাশি নিজের ডাবল সেঞ্চুরিটাও হাতছাড়া হয় তার।

প্রতিপক্ষের ব্যাটসম্যানকে আউট করতে এমন চালাকির আশ্রয় নেওয়া ঠিক হয়নি বলে ডি ককের সমালোচনা করেছেন অনেকেই।

অবশ্য এ ঘটনাকে ক্রিকেটেরই একটি অংশ বলছেন প্রোটিয়া অধিনায়ক টেম্বা বাভুমা।

বিষয়টিকে ডি ককের চালাকি হিসেবে উল্লেখ করেছেন তিনি।

ম্যাচশেষে টেম্বা বাভুমা বলেন, ‘এটা কুইন্টন ডি ককের চতুরতা ছিল। অনেকে হয়তো ওকে স্পিরিটের কথা বলে সমালোচনা করবে। কিন্তু আমাদের জন্য উইকেটটা জরুরি ছিল। ফখর লক্ষ্যের কাছাকাছি চলে গিয়েছিল। তাই আউট করা জরুরি ছিল। আমি মনে করি না কুইনি কোনো নিয়ম ভেঙেছে। এটি তার চতুরতা ছিল।’

ডি ককের চতুরতায় ফখর জামানের আউটটি দেখুন—

Please Share This Post in Your Social Media




পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০৩১  
DEVELOP BY SJ WEB HOST BD
Design By Rana