শুক্রবার, ০৪ এপ্রিল ২০২৫, ০৩:০৩ পূর্বাহ্ন
অনলাইন ডেস্কঃ ডিজিলাইটেশনের এই যুগে যেকোন সময় আপনি ট্র্যাকিং-এর শিকার হতে পারেন। নিজের নিরাপত্তার জন্য প্রয়োজনমত ফেসবুকের লোকেশন ট্র্যাকিং সিস্টেম বন্ধ রাখতে পারেন।
সিস্টেম বন্ধ রাখতে ফেসবুক পোস্টে চেকইন ফিচারটি ব্যবহার করা যাবে না। ব্যক্তিগত গোপনীয়তা কিছুটা হলেও রক্ষা করতে প্রথমে ফেসবুক অ্যাপ ওপেন করতে হবে। তারপর মেনুতে ক্লিক করে ‘Settings & Privacy’-তে ক্লিক করতে হবে। ‘Settings’-এ গিয়ে ‘Location’-এ ক্লিক করতে হবে। এরপর নতুন পেজ চালু হলে ‘Location Access’ অপশনটি দেখা যাবে।
‘Location Access’ অপশনটির পাশে থাকা অ্যারোতে ক্লিক করে ‘Location Services’-এ ট্যাপ করতে হবে। আরেকটি পেজ চালু হলে ‘Permissions’ অপশনে ক্লিক করতে হবে। সবশেষে ‘Location’-এর পাশে থাকা টগল বাটনটি অফ করে দিতে হবে। এতে ফেসবুক কোন লোকেশনের তথ্য নিতে পারবে না।