শুক্রবার, ০৪ এপ্রিল ২০২৫, ০২:৫৪ পূর্বাহ্ন
নিজস্ব প্রতিবেদকঃ বরিশাল বিএম কলেজের কবি জীবনানন্দ দাশ হোস্টেলে বখাটেদের আড্ডার প্রতিবাদ করায় হোস্টেল তত্ত্বাবধায়ককে লাঞ্ছিত করেছে বখাটেরা।এতে সাধারণ ছাত্ররা প্রতিবাদ করায় ভারাটে গুন্ডা বাহিনী দিয়ে পিটিয়ে জখম করেছে শিক্ষার্থীদের । গত ৬ নভেম্বর রাত আটটায় এ ঘটনা ঘটে।
এ ঘটনায় বিএম কলেজের মাস্টার্স এর ছাত্র বিপ্লব (২৭) সঞ্জয় (২৫) সজল (২৬) নামের তিনজন আহত হয়েছে।বিপ্লব মাস্টার্সের ইকোনমিক্স এর ছাত্র।পরে সাধারণ ছাত্ররা মুমূর্ষ অবস্থায় আহত বিপ্লবকে উদ্ধার করে বরিশাল শের ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে।
আহত সূত্রে জানা গেছে, কবি জীবনানন্দ দাশ হোস্টেলের ভিতরে বেশ কিছুদিন যাবত বখাটে সাকিব মল্লিক রাতুল নামের এক ছেলে বহিরাগত লোকজন নিয়ে ২০৬ নম্বর রুম দখল করে মাদকের আড্ডা বাসায়। এতে সাধারণ শিক্ষার্থীরা বিপাকে পড়ায় কবি জীবনানন্দ দাশ হোস্টেলের সহকারী তত্ত্বাবধায়ক শিশিরচন্দ্র পাইন বখাটে সাকিব মল্লিক রাতুলকে হোস্টেলে প্রবেশ করতে বারন করে।
আর এতে সাকিব মল্লিক রাতুল ক্ষিপ্ত হয়ে সহকারী তত্ত্বাবধায়ক শিশির চন্দ্র পাইনের সাথে খারাপ আচরণ করে।একপর্যায়ে সাধারণ শিক্ষার্থীরা স্যারকে লাঞ্ছিত করার প্রতিবাদের চেষ্টা করলে সাকিব মল্লিক রাতুলসহ অজ্ঞাত ভাড়াটে ২০/২৫ জন সন্ত্রাসী দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে হামলা চালায়।
এ সময় সাকিব মল্লিক রাতুল সহ অজ্ঞাত সন্ত্রাসীরা রড দিয়ে বিপ্লব, সঞ্জয়, সজল কে এলোপাতারি পিটিয়ে গুরুতর জখম করে।পরে সাধারণ শিক্ষার্থীরা আহতদের মুমূর্ষ অবস্থায় উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে।এ বিষয়ে আহত ছাত্র বিপ্লব সাংবাদিকদের জানায়, সাকিব মল্লিক রাতুল ২০ নং ওয়ার্ড ছাত্রদল সদস্য সচিব। এর আগে বিএম কলেজের মসজিদ গেট এলাকায় দোকানে চাঁদাবাজি করতে গিয়ে সেখানে তার নামে মামলা হয়।
এদিকে এ ঘটনার পরে সমাজকল্যাণ বিভাগের সরকারি অধ্যাপক ও সহকারী হোস্টেল তত্ত্বাবধায়ক শিশির চন্দ্র পাইন ৭ নভেম্বর সহকারী হোস্টেল তত্ত্বাবধায়ক পর থেকে অব্যাহতি নেই।আর এই ঘটনা জোরে বিএম কলেজে শিক্ষার্থীদের ভিতরে উত্তেজনায় বিরাজ করছে। সাধারণ শিক্ষার্থীরা বখাটে সাকিব মল্লিক রাতুলের বিচারের দাবি জানায়।