শুক্রবার, ০৪ এপ্রিল ২০২৫, ০৩:০২ পূর্বাহ্ন
নিজস্ব প্রতিবেদকঃ বানারীপাড়া থানাধীন পূর্ব সৈয়দকাঠী গ্রামে পূর্ব শত্রুতার জেরে মিজানুর রহমান মিঠু ঘরামি (৫০) নামের এক যুবককে কুপিয়ে জখম করেছে প্রতিপক্ষরা। শনিবার সকাল ৮ টায় হাওলাদার বাড়ির পাশে বসে এ হামলার ঘটনা ঘটে।
স্থানীয়রা আহতকে মুমূর্ষ অবস্থায় উদ্ধার করে বরিশাল শের ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে।আহত সূত্রে জানা গেছে গত দুইদিন আগে মিজানুর রহমান মিঠু ঘরামির জমিতে পার্শ্ববর্তী হাদিস ঘরামির বাবা জব্বার ঘরামির লাশ দাফন করতে আসে।অথচ ওই জমিতে হাদীস ঘরামির কোন অংশ নাই।
এ সময় মিজানুর রহমান মিঠু তাদের জমি মাপ দিয়ে দাফন করতে বলে।আর এ নিয়ে উভয়ের মধ্যে কথা কাটাকাটি হয় ও একপর্যায়ে পরবর্তীতে জমি মাপামাপি করা হবে বলে জানায় হাদিস ঘরামিরা। ও সেখানেই লাশ দাফন করে।
এদিকে এই ঘটনার দুইদিন পরে পূর্বপরিকল্পিতভাবে মৃত জব্বার ঘরামির ছেলে হাদিস ঘরামি, দুলাল বিশ্বাস, আলী ঘরামি, ইলিয়াস, ইয়ার হোসেন,আকবর হোসেন, ও সওার ঘরামি সহ অজ্ঞাত ৮-১০ জন ধারালো কুড়াল বগিদা ও দেশি অস্ত্র নিয়ে মিজানুর রহমান মিঠু ঘরামিকে এলোপাতাড়ি কোপাতে শুরু করে।
পরে আহত ডাক চিৎকারে স্থানীয় ছুটে আসলে মুমূর্ষ অবস্থায় ফেলে রেখে পালিয়ে যায়। এ ঘটনার পর প্রতিপক্ষরা আহতর বাড়িতে গিয়ে গাছপালা কেটে নষ্ট করে। বর্তমানে আহত মিজানুর রহমান মিঠু ঘরামি শেবাচিমে মুমূর্ষ অবস্থায় চিকিৎসাধীন রয়েছে।
এ বিষয়ে আহত পরিবারের পক্ষ থেকে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।