বৃহস্পতিবার, ১৭ অক্টোবর ২০২৪, ০৩:০০ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
একাধিক মামলার আসামি খুলনার সংসদ সদস্য কুয়াকাটায় গ্রেফতার  মহিষ বাধাকে কেন্দ্র করে মেহেন্দিগঞ্জে একজনকে পিটিয়ে জখম। মঠবাড়িয়ায় মন্দিরের মাটি কাটা কে কেন্দ্র করে বাপ ছেলেকে পিটিয়ে জখম। মেহেন্দিগঞ্জে শাশুড়ি কর্তৃক মেয়ে জামাইয়ের উপর হামলা। বাউফলে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত স্কুল ছাত্রীকে ধর্ষণের অভিযোগে মৎস্যজীবি দলের সভাপতিকে দল থেকে অব্যাহতি বানারীপাড়ায় আওয়ামী লীগের সহযোগী সংগঠনের ৪ নেতা-কর্মীর জামিন মঞ্জুর কাঠালিয়ায় যড়যন্ত্রমূলক হত্যা মালায় দুই ব্যক্তিকে আসামী করে হয়রানির প্রতিবাদে বিক্ষোভ ও মানববন্ধন নগরীতে চুরির প্রতিবাদ করায় দুই যুবককে পিটিয়ে জখম  পাথরঘাটা দেবর কর্তৃক বড় ভাবিকে পিটিয়ে জখমের অভিযোগ।
বানারীপাড়ায় উপজেলা চেয়ারম্যানের পিতা ডাক্তার মোতাহার উদ্দিনের ইন্তেকাল

বানারীপাড়ায় উপজেলা চেয়ারম্যানের পিতা ডাক্তার মোতাহার উদ্দিনের ইন্তেকাল

রাহাদ সুমন, বিশেষ প্রতিনিধিঃ বরিশালের বানারীপাড়ায় উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ¦ গোলাম ফারুকের পিতা ৭১এর মহান স্বাধীনতা যুদ্ধে মুক্তিযোদ্ধাদের নানাভাবে সহায়তাকারী বিশিষ্ট সমাজসেবক আলহাজ¦ ডাক্তার মোতাহার উদ্দিন (১০৪) মঙ্গলবার (১৯ ডিসেম্বর) রাত সোয়া ১০টার দিকে বরিশাল শেবাচিম হাসপাতালে বার্ধক্যজনিত কারনে ইন্তেকাল করেন (ইন্না….রাজিউন)।

মৃত্যুকালে তিনি এক ছেলে,পাঁচ মেয়ে ও নাতি-নাতনীসহ বহু গুনগ্রাহী রেখে গেছেন। বুধবার (২০ ডিসেম্বর) বাদ আসর বানারীপাড়া হাই স্কুল মাঠে প্রথম ও বাদ মাগরিব উপজেলার উত্তর নাজিরপুর গ্রামের জামে মসজিদ প্রাঙ্গনে দ্বিতীয় জানাজা শেষে ওই গ্রামের পারিবারিক কবরস্থানে তার স্ত্রীর কবরের পাশে তাকে চির নিন্দ্রায় শায়িত করা হয়।

জানাজায় মন্ত্রী পদ মর্যাদায় পার্বত্য শান্তি চুক্তি বাস্তবায়ন ও পরীবিক্ষণ কমিটির আহবায়ক এবং বরিশাল জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব আবুল হাসানাত আব্দুল্লাহ্ এমপি,ওয়ার্কার্স পার্টির সভাপতি বীর মুক্তিযোদ্ধা কমরেড রাশেদ খান মেনন এমপি,আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্য্যনির্বাহী সদস্য আনিসুর রহমান, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক এমপি অ্যাডভোকেট তালুকদার মো. ইউনুস,মাহাবুব উদ্দীন আহম্মেদ বীর বিক্রম, বরিশাল জেলা পরিষদ চেয়ারম্যান অ্যাডভোকেট একেএম জাহাঙ্গির হোসেন,শেরে বাংলার দৌহিত্র একে ফাইয়াজুল হক রাজু,জেলা আওয়ামী লীগের সদস্য সেরনিয়াবাত আশিক আব্দুল্লাহ্,বাবুগঞ্জ উপজেলা চেয়ারম্যান কাজী এমদাদুল হক দুলাল,গৌরনদী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও পৌর মেয়র হারিছুর রহমান,বানারীপাড়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মাওলাদ হোসেন সানা,উজিরপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি এসএম জামাল হোসেন,সাধারণ সম্পাদক ও পৌর মেয়র গিয়াস উদ্দিন বেপারী,বাবুগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মৃধা মুহাম্মদ মিলন,বানারীপাড়া থানার ওসি মাইনুল ইসলাম,স্বরূপকাঠি থানার ওসি গোলাম ছর্য়োার,উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও চাখারের সাবেক ইউপি চেয়ারম্যান খিজির সরদার,সহ-সভাপতি আক্তার হোসেন মোল্লা,সহ-সভাপতি ও সদর ইউপি চেয়ারম্যান আ.জলিল ঘরামী,সহ-সভাপতি ও সলিয়াবাকপুর ইউপি চেয়ারম্যান মাষ্টার সিদ্দিকুর রহমান,সহ-সভাপতি এটিএম মোস্তফা সরদার,সহ-সভাপতি ও চাখারের ইউপি চেয়ারম্যান সৈয়দ মজিবুল ইসলাম টুকু,সহ-সভাপতি ও ইলুহার ইউপি চেয়ারম্যান শহিদুল ইসলাম,সহ-সভাপতি মাষ্টার আ.সালাম,সহ-সভাপতি ও সলিয়াবাকপুর ইউপির সাবেক চেয়ারম্যান জিয়াউল হক মিন্টু,সাংগঠনিক সম্পাদক ও জেলা পরিষদ সদস্য মামুন-উর রশিদ স্বপন,সাংগঠনিক সম্পাদক জাকির হোসেন সরদার,সাংগঠনিক সম্পাদক ও উপজেলা ভাইস চেয়ারম্যান নুরুল হুদা,কোষাধ্যক্ষ ও বিশারকান্দি ইউপি চেয়ারম্যান সাইফুল ইসলাম শান্ত,সৈয়দকাঠি ইউপি চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আনোয়ার হোসেন মৃধা,পৌর আওয়ামী লীগের সভাপতি কামাল হোসেন মোল্লা,সাধারণ সম্পাদক শেখ শহিদুল ইসলাম,ঢাকার বিডিএম হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক আলহাজ¦ আব্দুল হাই,বানারীপাড়া প্রেসক্লাব সভাপতি রাহাদ সুমন,সাবেক ইউপি চেয়ারম্যান আবুল কালাম আজাদ,এসএম কালাম,আ.মন্নান মৃধা ও ওমর ফারুক,উপজেলা শ্রমিক লীগের সভাপতি শাহজাহান হাওলাদার,সাধারণ সম্পাদক মীর সুলতান হোসেন,সম্মেলন প্রস্তুতি কমিটির সদস্য সচিব আবুল কালাম,উপজেলা স্বেচ্ছাসেবক লীগ সভাপতি এইচএম হাফিজুর রহমান মামুন,সাধারণ সম্পাদক সুলতান সিকদার,উপজেলা শেখ রাসেল জাতীয় শিশু কিশোর পরিষদের সভাপতি আবুল বাশার বাদশা,সাধারণ সম্পাদক এনায়েত হোসেন মোল্লা,যুবলীগ নেতা মু. মুন্তাকিম লস্কর কায়েস,সাবেক কাউন্সিলর রফিকুল আলম ও মশিউর রহমান কামাল,জেলা শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক জাহিদ হোসেন,প্রেসক্লাবের সহ-সভাপতি কাওসার হোসেন,কেএম শফিকুল আলম জুয়েল,সহকারি অধ্যাপক মামুন আহমেদ ও স্বপন মাঝি,উপজেলা ছাত্রলীগের সভাপতি সুমন মোল্লা,পৌর ছাত্রলীগের সভাপতি রুহুল আমিন রাসেল মাল,পৌর স্বেচ্ছাসেবকলীগ সভাপতি শফিক শাহিন,সম্পাদক ফয়েজ আহম্মেদ শাওন প্রমুখ উপস্থিত ছিলেন।

এছাড়াও জানাজায় বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ,উপজেলা প্রশাসনের কর্মকর্তাবৃন্দ,জনপ্রতিনিধি,শিক্ষক ও সাংবাদিকসহ নানা শ্রেণী পেশার কয়েক হাজার মানুষ অংশ নেয়।

এদিকে তার মৃত্যুতে বরিশাল-২ আসনের সংসদ সদস্য মো. শাহে আলম,সাবেক সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মো.মনিরুল ইসলাম মনি,জেলা আওয়ামী লীগের আইন বিষয়ক সম্পাদক ও বানারীপাড়া পৌর মেয়র অ্যাডভোকেট সুভাষ চন্দ্র শীল,বাংলাদেশ প্রতিদিনের সহকারি সম্পাদক সোহেল সানি,বানারীপাড়া উপজেলা নির্বাহী অফিসার অন্তরা হালদার,নাজিরপুর উপজেলা নির্বাহী অফিসার ফাতিমা আজরিন তন্বী ও বানারীপাড়া উপজেলা নারী ভাইস চেয়ারম্যান সৈয়দা তাসলিমা হোসেন ফ্লোরাসহ বিভিন্ন রাজনৈতিক,সামাজিক,সাংস্কৃতিক ও পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ গভীর শোক ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।

এদিকে মরহুম আলহাজ¦ ডাক্তার মোতাহার উদ্দিনের রুহের মাগফেরাত কামনায় আগামী শুক্রবার বাদ জুমা বানারীপাড়া হাই স্কুল মাঠে কুলখানির দোয়ানুষ্ঠানের আয়োজন করা হয়েছে। উক্ত দোয়ানুষ্ঠানে দলীয় নেতা-কর্মীসহ বানারীপাড়ার সর্বস্তরের মানুষকে অংশ নেওয়ার জন্য উপজেলা চেয়ারম্যান গোলাম ফারুক অনুরোধ জানিয়েছেন। ###

Please Share This Post in Your Social Media




পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০৩১  
DEVELOP BY SJ WEB HOST BD
Design By Rana