শুক্রবার, ০৪ এপ্রিল ২০২৫, ০২:৫৪ পূর্বাহ্ন
বরিশাল রিপোর্টঃ বরিশালে অধিকদামে তরমুজ বিক্রির অপরাধে ৮ তরমুজ বিক্রেতাকে জরিমানা করা হয়েছে।
মঙ্গলবার বিকালে বরিশাল নগরীর বিভিন্ন বাজারে দুটি অভিযান পরিচালনা করে জেলা প্রশাসনের ভ্রাম্যমান আদালত।
নির্বাহী ম্যাজিস্ট্রেট এসএম রাহাতুল ইসলাম ও জাভেদ হোসেন চৌধুরীর নেতৃত্বে পৃথক এই অভিযান পরিচালিত হয়।
নগরীর পোট রোড, ফলপট্টি, বটতলা বাজার, মেডিকেল কলেজ, নতুন বাজার, রুপাতলী বাসস্ট্যান্ড, সাগরদী বাজার এলাকায় এই অভিযান পরিচালনা করা হয়।
এসময় বাজারে অবস্থানরত ক্রেতাদের অভিযোগের ভিত্তিতে অধিক দামে তরমুজ বিক্রি করার অপরাধে নির্বাহী ম্যাজিস্ট্রেট জাভেদ হোসেন চৌধুরী এর নেতৃত্বে ৬ জন ব্যবসায়ীকে ১ হাজার ৮০০ টাকা জরিমানা করা হয়।
নির্বাহী ম্যাজিস্ট্রেট এসএম রাহাতুল ইসলামের নেতৃত্বে অভিযানে অধিক দামে তরমুজ বিক্রয় করার অপরাধে ২ জন ব্যবসায়ীকে ১ হাজার ৭০০ টাকা জরিমানা করা হয়।
অভিযানে বরিশাল কোতয়ালী মডেল থানা পুলিশের দুইটি টিম সহযোগিতা করে।