শুক্রবার, ০৪ এপ্রিল ২০২৫, ০২:৫৪ পূর্বাহ্ন
বরিশাল রিপোর্টঃ বরিশাল বোর্ডের ১ হাজার ৫০৭ জন শিক্ষার্থীকে বৃত্তি পেয়েছেন চলতি বছরের এসএসসি পরীক্ষার ফলাফলের ভিত্তিতে। এর মধ্যে ১১২ শিক্ষার্থীকে মেধাবৃত্তি ও ১ হাজার ৩৯৫ শিক্ষার্থীকে সাধারণ বৃত্তি দেওয়া হয়েছে। বরিশাল শিক্ষাবোর্ডের সচিব সোমনাথ মন্ডল স্বাক্ষতির বিজ্ঞপ্তিতে মঙ্গলবার এ তথ্য নিশ্চিত হওয়া গেছে।
তথ্য মতে, মেধাবৃত্তি পাওয়া শিক্ষার্থীদের মাসিক ৬০০ টাকা ও বছরে এককালীন ৯০০ টাকা দেওয়া হবে। এছাড়া সাধারণ বৃত্তিপ্রাপ্তদের মাসে ৩৫০ টাকা এবং বছরে এককালীন ৪৫০ টাকা দেওয়া হবে।
এদিকে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদফতর জানিয়েছে, জিপিএ-৫ পেয়ে এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ নিয়মিত শিক্ষার্থীদের মেধাবৃত্তি দেওয়া হবে। জেলার প্রতি উপজেলার দুইজন ছাত্র ও দুইজন ছাত্রী সাধারণ বৃত্তি পাবেন।
আর মেট্রোপলিটন এলাকার প্রতিটি থানাতে একজন ছাত্র ও একজন ছাত্রীকে এলাকা কোটা অনুসারে সাধারণ বৃত্তি দেওয়া হবে। তাই বৃত্তির জন্য নির্বাচিত শিক্ষার্থীদের একাদশ শ্রেণিতে ভর্তির সাত দিনের মধ্যে তফসিলভুক্ত ব্যাংকে অনলাইন সুবিধা সম্পন্ন অ্যাকাউন্ট খুলে তার তথ্য শিক্ষাপ্রতিষ্ঠানে জমা দিতে বলা হয়েছে।