শুক্রবার, ০৪ এপ্রিল ২০২৫, ০২:৫৯ পূর্বাহ্ন
বরিশালে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবি নিয়ে ব্যঙ্গ ও কটূক্তি করে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে দেয়ার অভিযোগে মাহাবুব হোসেন নামের এক তরুণকে আটক করেছে পুলিশ।
কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুরুল ইসলাম জানান, শুক্রবার রাতেই মাহাবুবের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা হয়েছে। শনিবার তাকে আদালতে পাঠানো হবে।
মামলার এজাহার সূত্রে জানা যায়, ১৯ এপ্রিল মাহাবুব তার ফেসবুক আইডি থেকে প্রধানমন্ত্রীর ছবি আপলোড করে তাতে অশ্লীল ক্যাপশন লেখেন, যা মুহূর্তেই ভাইরাল হয়। এই ঘটনায় শুক্রবার জুমার নামাজ শেষে চরমোনাই ইউনিয়ন আওয়ামী লীগের আহ্বায়ক নুরুল ইসলাম মাস্টার, মেম্বার মনোয়ার হোসেন জুয়েল ও ছাত্রলীগের নেতা-কর্মীরা মাহাবুবকে আটক করে পুলিশের হাতে তুলে দেন।