শুক্রবার, ০৪ এপ্রিল ২০২৫, ০২:৫২ পূর্বাহ্ন
কুয়াকাটা (পটুয়াখালী) প্রতিনিধি: রাত ৮টার পর নির্বাচনি আচরণবিধি ভঙ্গ করে প্রচার চালানোর দায়ে পটুয়াখালী-৪ (কলাপাড়া-রাঙ্গাবালী) আসনের নৌকা প্রতীকের প্রার্থী মো. মহিব্বুর রহমানকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
মঙ্গলবার রাতে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও কলাপাড়ার সহকারী কমিশনার (ভূমি) কৌশিক আহম্মেদ এ অর্থদণ্ড দিয়েছেন।
উপজেলা প্রশাসন ও পুলিশ প্রশাসন থেকে নির্বাচনি পরিবেশ বজায় রাখতে এবং আইনশৃঙ্খলা রক্ষায় সর্বোচ্চ পদক্ষেপ নেওয়া হয়েছে বলে সহকারী রিটার্নিং কর্মকর্তা ও কলাপাড়া উপজেলা নির্বাহী অফিসার মো. জাহাঙ্গীর হোসেন নিশ্চিত করেছেন।
বর্তমানে পটুয়াখালী-৪ আসনে ছয়জন প্রার্থী নির্বাচনি মাঠে রয়েছেন। তারা হচ্ছেন- আওয়ামী লীগ মনোনীত মো. মহিব্বুর রহমান, স্বতন্ত্র ‘ঈগল’ প্রতীকের মো. মাহবুবুর রহমান, ‘ট্রাক’ প্রতীকের আব্দুল্লাহ আল-ইসলাম লিটন, ‘মশাল’ প্রতীকের বিশ্বাস শিহাব পারভেজ মিঠু, জাতীয় পার্টির ‘লাঙ্গল’ প্রতীকের আ. মন্নান হাওলাদার ও বাংলাদেশ কংগ্রেসের ‘ডাব’ প্রতীকের জাহাঙ্গীর হোসাইন।