বৃহস্পতিবার, ১৭ অক্টোবর ২০২৪, ০২:৫৮ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
একাধিক মামলার আসামি খুলনার সংসদ সদস্য কুয়াকাটায় গ্রেফতার  মহিষ বাধাকে কেন্দ্র করে মেহেন্দিগঞ্জে একজনকে পিটিয়ে জখম। মঠবাড়িয়ায় মন্দিরের মাটি কাটা কে কেন্দ্র করে বাপ ছেলেকে পিটিয়ে জখম। মেহেন্দিগঞ্জে শাশুড়ি কর্তৃক মেয়ে জামাইয়ের উপর হামলা। বাউফলে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত স্কুল ছাত্রীকে ধর্ষণের অভিযোগে মৎস্যজীবি দলের সভাপতিকে দল থেকে অব্যাহতি বানারীপাড়ায় আওয়ামী লীগের সহযোগী সংগঠনের ৪ নেতা-কর্মীর জামিন মঞ্জুর কাঠালিয়ায় যড়যন্ত্রমূলক হত্যা মালায় দুই ব্যক্তিকে আসামী করে হয়রানির প্রতিবাদে বিক্ষোভ ও মানববন্ধন নগরীতে চুরির প্রতিবাদ করায় দুই যুবককে পিটিয়ে জখম  পাথরঘাটা দেবর কর্তৃক বড় ভাবিকে পিটিয়ে জখমের অভিযোগ।
ঝালকাঠিতে বিএনপির কর্মসূচী পুলিশের বাধা

ঝালকাঠিতে বিএনপির কর্মসূচী পুলিশের বাধা

ঝালকাঠি প্রতিনিধিঃ বিএনপির কেন্দ্রঘোষিত কর্মসূচীর অংশ হিসেবে ঝালকাঠিতে বিক্ষোভ কর্মসূচী পালনের আয়োজন জেলা বিএনপি।

মঙ্গলবার সকাল ১১টায় পুরাতন কলেজ রোডস্থ জেলা বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট শাহাদাত হোসেন’র চেম্বারে নেতাকর্মীরা জড়ো হয়।

পুলিশের একাধিক টিম চেম্বারের সামনের রাস্তায় অবস্থান নেয়। এতে নেতাকর্মীরা চেম্বারের মধ্যেই অবরুদ্ধ হয়ে পড়েন। একপর্যায়ে নেতৃবৃন্দ প্রতিবাদ সমাবেশ করেন।

এতে বক্তৃতা করেন বিএনপির কেন্দ্রীয় কমিটির সহসাংগঠনিক সম্পাদক ও বরিশাল বিএম কলেজের সাবেক ভিপি মাহবুবুল হক নান্নু, জেলা বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট সৈয়দ হোসেন, সদস্য ও ২০০৮ সালের জাতীয় সংসদ নির্বাচনে ঝালকাঠি-০১ (রাজাপুর-কাঠালিয়া) আসনে বিএনপি মনোনীত প্রার্থী রফিকুল ইসলাম জামাল, সদস্য সচিব অ্যাডভোকেট শাহাদাত হোসেন, সদস্য ও জেলা যুবদলের সাবেক সাধারন সম্পাদক শামীম তালুকদার, জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট আনিচুর রহমান খান, জেলা ছাত্রদলের যুগ্ম সম্পাদক গোলাম আজম সোহানসহ বিএনপি সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ। সদস্য সচিব অ্যাডভোকেট শাহাদাত হোসেন জানান, বিএনপির কেন্দ্রঘোষিত কর্মসূচীর আয়োজন করলে সরকারের পেটোয়াবাহিনী পুলিশ নেতাকর্মীদের আসতে পথে পথে বাধা সৃষ্টি করে।

কয়েকটি ট্রলারঘাট বন্ধ করে। সড়ক পথেও চেকপোস্ট বসিয়ে তল্লাশীর নামে হয়রানি করে। এজন্য অনেক নেতাকর্মী আসতে পারেনি। আহ্বায়ক অ্যাডভোকেট সৈয়দ হোসেন জানান, সারাদেশে আলেম ওলামাদের উপর সরকারের বর্বর আচরণের প্রতিবাদে বিএনপি সারাদেশে বিক্ষোভ কর্মসূচী ঘোষণা করে।

কেন্দ্রীয় নির্দেশনা অনুযায়ী আমরাও বিক্ষোভের আয়োজন করলে পুলিশ আমাদের তা করতে দেয়নি।

পথে পথে বাধা সৃষ্টি করেছে। হাজার হাজার নেতাকর্মী তাতে আসতে পারেনি। আমরা এধরনের আচরনের তীব্র নিন্দা জানাই। সহসাংগঠনিক সম্পাদক মাহবুবুল হক নান্নু জানান, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বাংলাদেশে আগমনকে কেন্দ্র করে উত্তপ্ত পরিস্থিতিতে ধর্মপ্রাণ মুসল্লিদের প্রাণহানিসহ অসংখ্য লোক আহত হয়েছেন।

বিএনপি এর প্রতিবাদে দেশব্যাপী বিক্ষোভ কর্মসূচী ঘোষণা করেন। একর্মসূচী পালনের আয়োজন করলে পুলিশ বাধা দিয়ে তারা আমাদের গৃহবন্ধী করে রাখে।

পথে পথে বাধা সৃষ্টি করে নেতাকর্মীদের হয়রাণি করে। বিদেহীদের আত্মার মাগফেরাত কামনা করে ফ্যাসীবাদী সরকারের প্রতি ধিক্কার ও প্রতিবাদ জানান তিনি।

ঝালকাঠি সদর পুলিশ ফাড়ির ইনচার্জ আব্দুল হালিম তালুকদার বিএনপি নেতৃবৃন্দের এসব অভিযোগ অস্বীকার করে জানান, করোনা সংক্রমণ প্রতিরোধে নির্দেশনা অনুযায়ী আমরা রাস্তায় দায়িত্ব পালন করছি।

 

Please Share This Post in Your Social Media




পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০৩১  
DEVELOP BY SJ WEB HOST BD
Design By Rana