বৃহস্পতিবার, ১৭ অক্টোবর ২০২৪, ১২:৫৫ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
একাধিক মামলার আসামি খুলনার সংসদ সদস্য কুয়াকাটায় গ্রেফতার  মহিষ বাধাকে কেন্দ্র করে মেহেন্দিগঞ্জে একজনকে পিটিয়ে জখম। মঠবাড়িয়ায় মন্দিরের মাটি কাটা কে কেন্দ্র করে বাপ ছেলেকে পিটিয়ে জখম। মেহেন্দিগঞ্জে শাশুড়ি কর্তৃক মেয়ে জামাইয়ের উপর হামলা। বাউফলে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত স্কুল ছাত্রীকে ধর্ষণের অভিযোগে মৎস্যজীবি দলের সভাপতিকে দল থেকে অব্যাহতি বানারীপাড়ায় আওয়ামী লীগের সহযোগী সংগঠনের ৪ নেতা-কর্মীর জামিন মঞ্জুর কাঠালিয়ায় যড়যন্ত্রমূলক হত্যা মালায় দুই ব্যক্তিকে আসামী করে হয়রানির প্রতিবাদে বিক্ষোভ ও মানববন্ধন নগরীতে চুরির প্রতিবাদ করায় দুই যুবককে পিটিয়ে জখম  পাথরঘাটা দেবর কর্তৃক বড় ভাবিকে পিটিয়ে জখমের অভিযোগ।
জয়ের দাবি নিয়ে এবার মুখ খুললেন মির্জা ফখরুল

জয়ের দাবি নিয়ে এবার মুখ খুললেন মির্জা ফখরুল

Untitled design - 1

অনলাইন ডেক্সঃ কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে গড়ে উঠা ছাত্র-জনতার ব্যাপক গণবিক্ষোভের মুখে গত সোমবার প্রধানমন্ত্রী পদ থেকে পদত্যাগ করে ভারতে পালিয়েছেন শেখ হাসিনা।

ওইদিনই জাতির উদ্দেশে এক ভাষণে সেনাপ্রধান ওয়াকার-উজ-জামান বলেছেন, পদত্যাগ করেছেন শেখ হাসিনা। কিন্তু গতকাল বার্তা সংস্থা রয়টার্সের কাছে হাসিনাপুত্র সজীব ওয়াজেদ জয় দাবি করেন, তার মা পদত্যাগ করেননি। তাই এখনো তিনি বাংলাদেশের প্রধানমন্ত্রী।

শেখ হাসিনার পদত্যাগ ইস্যুতে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির সঙ্গে রোববার কথা বলেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ফখরুল জানিয়েছেন, বিক্ষুব্ধ জনতার মুখোমুখি না হতে পদত্যাগ করেই দেশ ছেড়েছেন শেখ হাসিনা।

জয়ের দাবির প্রেক্ষিতে এনডিটিভিকে ফখরুল বলেন, ‘বিভিন্ন রাজনৈতিক দলের নেতা ও সেনাবাহিনীর শীর্ষ কর্মকর্তাদের সামনে প্রেসিডেন্ট নিজেই বলেছেন, তিনি (শেখ হাসিনা) পদত্যাগ করেছেন। সেখানে কোনো জবরদস্তি বা এমন কিছু ছিল না। এটি ছিল একটি বিপ্লব। ’

‘যখন লাখ লাখ মানুষ শেখ হাসিনার বাসভবনের দিকে যাত্রা শুরু করেন, তখন তার নিরাপত্তার দায়িত্বে থাকা বাহিনী ও সশস্ত্র বাহিনী তাকে দুটি বিকল্প দিয়েছিল। একটি হলো থেকে যাওয়া এবং বিক্ষুব্ধ জনতার মুখোমুখি হওয়া। অপরটি হলো দেশ ছেড়ে যাওয়া। আর শেষ মুহূর্তে তিনি (শেখ হাসিনা) দেশত্যাগের সিদ্ধান্ত নেন।’

সরকার পতনের পরপরই দুর্নীতির মামলা থেকে মুক্তি পেয়েছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া।

বিএনপি নেত্রীকে নিয়ে ফখরুল বলেন, ‘তিনি খুব অসুস্থ। হাসপাতালে আছেন। একাধিক রোগে ভুগছেন। এদেশে তার চিকিৎসা ভালো হচ্ছিল না এবং আমরা তাকে বিদেশে পাঠানোর জন্য বিচার বিভাগ ও সরকারের কাছে কয়েকবার অনুরোধ করেছি, কিন্তু তা হয়নি। ডাক্তাররা বলছেন যে এখনই বাইরে যাওয়ার জন্য উপযুক্ত নন। তাকে দেশের বাইরে নিয়ে যাওয়ার আগে আমাদের কিছু সময় অপেক্ষা করতে হবে। যদি তিনি শারীরিকভাবে সুস্থ থাকেন তবে তিনি অবশ্যই নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন।’

বিভিন্ন বিদেশি গণমাধ্যমের প্রতিবেদনে এসেছে, বিক্ষোভ দমনে সেনাবাহিনী অস্বীকৃতি জানালে শেখ হাসিনা সরকারের পতনের ঘণ্টা বেজে যায়। বাংলাদেশের রাজনীতিতে সেনাবাহিনী এখন আবারও আলোচনায়। আগামী নির্বাচনে সেনাবাহিনী কোনো হস্তক্ষেপ করবে না বলে মনে করেন মির্জা ফখরুল।

ফখরুল আরও বলেন, ‘সেনাবাহিনী যে দেশের রক্ষক, সে বিষয়ে মানুষের বিশ্বাস রয়েছে। তাই আমার মনে হয় না তারা (সেনাবাহিনী) এমন কিছু করবে, যা দেশের মানুষের ইচ্ছার বিরুদ্ধে যায়।’

Please Share This Post in Your Social Media




পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০৩১  
DEVELOP BY SJ WEB HOST BD
Design By Rana